কুষ্টিয়া সদর উপজেলার বৈটতল দক্ষিণ পাড়া এলাকায় খুলনা-কুষ্টিয়া মহাসড়কে ১০ জানুয়ারি ভোরে ডাম্প ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী ৩ নারী শ্রমিকসহ চারজন নিহত ও এক নারী আহত হয়েছেন।

নিহত যাত্রীরা হলেন আলামপুর হালদারপাড়া এলাকার আজিজুলের স্ত্রী জেসমিন আক্তার (৩০), ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭), মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫) ও স্বস্তিপুর এলাকার হজেল হোসেনের ছেলে ভ্যানচালক মুক্তার হোসেন (৫০)। আহত নারী শ্রমিকের নাম তহমিনা খাতুন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ ইদ্রিস আলী জানান, ভ্যানে করে নিজ বাড়ী আলামপুর থেকে কর্মস্থলের উদ্দ্যেশে যাচ্ছিলেন ওই চার নারী শ্রমিক। ভ্যানটি কুষ্টিয়া সদর উপজেলার খুলনা-কুষ্টিয়া মহাসড়কের বৈটতল দক্ষিণপাড়া এলাকায় পৌছলে ভোর সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ডাম্প ট্রাক ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলই তিন নারী যাত্রী ও ভ্যানচালক নিহত হন। আহত তহমিনাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।