টাকাসহ গ্রেপ্তারকৃত চোর। ছবি : মৌলভীবাজার জেলা

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা-পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তাঁর নাম রাজন মিয়া ওরফে শাহীন মিয়া। তিনি কুলাউড়া উপজেলার রামপাশা গ্রামের বাসিন্দা।

গতকাল রোববার (৯ জানুয়ারি) কুলাউড়া থানার এসআই মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পুষাইনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।

কুলাউড়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, ৭ জানুয়ারি রাতে মীরশংকর গ্রামের উপানন্দ কুমার দাসের বাড়ি থেকে অজ্ঞাতনামা চোরেরা অর্থসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে উপানন্দ কুমার দাস বাদী হয়ে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করেন। এরপর কুলাউড়া থানা-পুলিশ চোরাই মালামাল উদ্ধারের জন্য বিশেষ টিম গঠন করে বিভিন্ন জায়গায় অভিযান চালায়।

অভিযানে উপজেলার পুষাইনগর থেকে রাজন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে বাড়ি থেকে চুরি করা ৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় বলেন, গ্রেপ্তার করা আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।