ভেজাল সার তৈরির বিভিন্ন সরঞ্জাম। ছবি: বাংলাদেশ পুলিশ।

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ২টি সফল অভিযানে ৪০ পিস ইয়াবা, ভেজাল সার ও সার তৈরির মেশিনসহ ৪ জন গ্রেপ্তার হয়েছেন।

গতকাল সোমবার (২৯ আগস্ট) ডিবি যশোরের একটা চৌকস টিম কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালায়। রাত ২টা ১০ মিনিটে হোটেল আর.এস ইন্টারন্যাশনাল থেকে বিপ্লব শাহানী কৃষ্ণ (৩৩) ও মোসা. নুসরাত ইসলাম লুনা(১৯) ও আফরোজা আক্তার ঋতু ওরফে ক্যাপ্টেন নিশি (২০) নামের তিন মাদক কারবারিকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।

ভেজাল সার তৈরির মেশিন। ছবি: বাংলাদেশ পুলিশ।

উদ্ধার করা আলামতের মূল্য আনুমানিক ১২ হাজার টাকা। এ ঘটনায় যশোর ডিবির এসআই মো. শাহিনুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন।

একই দিন যশোর ডিবির আরেকটি চৌকস টিম
কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালায়। টিমটি ভোর ৪টা ৪৫ মিনিটে শাহপুর এলাকার শাহপুর বালিডাঙ্গা মাটির রাস্তার পশ্চিম পাশে জনৈক হাসানুর রহমানের ভেজাল সার তৈরির কারখানা থেকে মো. মাহাবুবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে বিপুল পরিমাণ ভেজাল সার, সার তৈরির বিভিন্ন মেশিনসহ গ্রেপ্তার করে। উদ্ধার
করা এসব সরঞ্জামের আনুমানিক মূল্য ৭ লাখ ৩৮ হাজার ২৫ টাকা।

পুলিশি হেফাজতে ভেজাল সার, সার তৈরির মেশিনসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

এ ঘটনায় যশোর ডিবির এএসআই মো. শফিউর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন।