কুলাউড়ায় ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি। ছবি: মৌলভীবাজার জেলা পুলিশ

মৌলভীবাজারের কুলাউড়ায় রাশেদ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা-পুলিশ। রাশেদ আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে। আজ বুধবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই অপু কুমার দাশ গুপ্ত সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানার ৩ নম্বর ভাটেরা ইউনিয়নের ইসলামনগর থেকে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুখ্যাত রাশেদ ডাকাত ওরফে রাশেদ মিয়াকে (২৮) গ্রেপ্তার করতে সক্ষম হয়। রাশেদ কুলাউড়া থানাধীন ইসলামনগর গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, রাশেদ ডাকাতের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিল কুলাউড়া থানার পুলিশ। অবশেষে আজ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, কুলাউড়া থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ও মাদক নির্মূলে পুলিশ সুপারের নির্দেশে থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।