কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা-পুলিশের তৎপরতায় উদ্ধার মাদক। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে কুরিয়ার সার্ভিসে পাচারের চেষ্টার সময় ১৬০ বোতল ফেনসিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ভূরুঙ্গামারী থানা-পুলিশ ৮ জুন (শনিবার) দুপুরে এসব মাদক উদ্ধার করেছে।

জেলা পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানা-পুলিশ ৮ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভূরুঙ্গামারীর ময়নাগলা ভরতেরছড়া এলাকায় এক মাদক কারবারি তাঁর বাড়িতে বিপুল পরিমান মাদক মজুত করেছেন এবং সেই মাদক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পরিবহনের পরিকল্পনা করছেন। এই খবরের ভিত্তিতে পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই বাড়ির টয়লেটের ভেতরে এবং স্ল্যাবের নিচ থেকে ১৬০ বোতল ফেনসিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, মাদকগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পরিবহনের চেষ্টা করছিলেন ওই মাদক কারবারি। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।