চাঁদপুর নৌ থানার অভিযানে উদ্ধার হওয়া জাল। ছবি: নৌ পুলিশ

মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে ভাসমান ও পাতানো অবস্থায় অবৈধ কারেন্ট জাল ও মাছ উদ্ধার করেছে চাঁদপুর নৌ থানা।

মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার এসব জাল ও মাছ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ১ কোটি ৩০ লাখ ১১ হাজার ৬৫০ মিটার অবৈধ কারেন্ট জালের আনুমানিক মূল্য ৩৯ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা।

১০৯ কেজি মাছের আনুমানিক মূল্য ৭৬ হাজার ৩০০ টাকা।

এ ঘটনায় ১১ আসামিকে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাতটি নৌকা পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়।

উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।