পুলিশের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি-সংগৃহীত

কুমিল্লার দক্ষিণ মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে ৬ হাজার ২০০ ইয়াবা ও ২ কেজি গাঁজা, টাকাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

২২ সেপ্টেম্বর দক্ষিণ মডেল থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মো. আহসান হাবিবের নেতৃত্বে একটি টিম ওই থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার সোনালী ব্যাংক পার্শ্ববর্তী রাস্তা দিয়ে কতিপয় মাদক কারবারি মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বহন করে শ্রীবল্লভপুর হয়ে কুমিল্লা শহরের দিকে যাবে। এ খবরের ভিত্তিতে পুলিশের টিম রাস্তার ওপর একটি চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করতে থাকে। তল্লাশিকালে সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক মোটরসাইকেল ফেলে মোটরসাইকেলের বাম হ্যান্ডেলে থাকা সাদা রঙের শপিং ব্যাগসহ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশের টিম তাঁকে আটক করে। আটক ব্যক্তির নাম মো. হাসান (২৬)। এ সময় তাঁর হাতে থাকা ওই শপিং ব্যাগ থেকে ৬ হাজার ২০০টি ইয়াবা, ২ কেজি গাঁজা, মাদকদ্রব্য বিক্রির ২৪ হাজার ৬০০ টাকা, দুটি বাংলাদেশি পাসপোর্ট, ইয়াবা সেবনের ২০টি পাইপ, একটি বাটন মোবাইল ফোন ও একটি আইফোন উদ্ধার করা হয়। এ ছাড়া মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এসব মালপত্র জব্দ করে আটক মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

তাঁর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।