জব্দ করা ফেনসিডিল। ছবি : ডিএমপি

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ৩৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

ডিএমপি জানায়, গত শুক্রবার (১২ আগস্ট) বিকেলে কদমতলী থানাধীন জনতাবাগ জোড়া খাম্বা এলাকা থেকে আসামি মো. বাবুল ও মো. বিজয়কে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার শামসুল আরেফীন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় প্রাইভেট কারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, কুমিল্লা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

আসামিদের বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।