কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ আহমেদ সোহেল ও তাঁর সহযোগী হরিপদ দাসকে হত্যা মামলার আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। খবর দ্য ডেইলি স্টারের।

আজ বুধবার (২৪ নভেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আ.ন.ম. ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে ১১ জনের নাম উল্লেখ করে নিহত কাউন্সিলরের ছোট ভাই সৈয়দ মো. রুমন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। গ্রেপ্তার হওয়া সুমন মামলার ৪ নম্বর আসামি।

এর আগে নিজ কার্যালয়ে গত সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে কাউন্সিলর সোহেলসহ গুলিবিদ্ধ হন অন্তত ৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল ও তাঁর সহযোগী হরিপদ দাসের মৃত্যু হয়।