ইউরোপের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ কিছুদিন ধরেই আবার বাড়ছে। দেশে দেশে লকডাউনসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

চলছে টিকাদান কার্যক্রমও। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আশঙ্কা প্রকাশ করে বলেছে, আগামী মার্চের মধ্যে ইউরোপ এবং এশিয়ার কিছু অংশে করোনায় ৭ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

বিবিসির বরাত দিয়ে কালের কণ্ঠের খবরে বলা হয়, ইউরোপের দেশগুলোতে করোনায় মৃত্যু এরই মধ্যে ১৫ লাখ ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এরই মধ্যে লকডাউনে ফিরেছে অস্ট্রিয়া। ফ্রান্স, জার্মানি, গ্রিসে করোনা সংক্রমণ এড়াতে বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে।

এদিকে নতুনভাবে সংক্রমণ বাড়তে থাকায় নেদারল্যান্ডসে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার সতর্ক করে বলছে, ইউরোপে মৃত্যুর অন্যতম কারণ হলো করোনা।
বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে ডব্লিইএইচও বলছে, আগামী মার্চের মধ্যে ২২ লাখের মতো মানুষ করোনায় মারা যাবে। সেই সঙ্গে প্রতিদিন করোনায় মৃত্যুও প্রায় দ্বিগুণ হয়ে চার হাজার দুশতে দাঁড়িয়েছে। শুধু রাশিয়ায় প্রতিদিন মৃত্যুসংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০০-র মতো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউরোপে করোনার সংক্রমণ বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হলো, বিশালসংখ্যক মানুষ টিকা না দেওয়া এবং কয়েকটি দেশে ডেল্টা ভেরিয়েন্টের ব্যাপকতা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের প্রধান ড. হান্স ক্লুগে যাঁরা এখনো টিকা পাননি, তাঁদের দ্রুত টিকা নিতে আহ্বান জানিয়েছেন।