পুলিশি হেফাজতে আসামি এবং উদ্ধার করা মোটরসাইকেল। ছবি : বাংলাদেশ পুলিশ

চুরি যাওয়ার ১২ ঘণ্টার মধ্যে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে কুমিল্লার কোতোয়ালি থানা-পুলিশ। এ সময় আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) জানান, রোববার সকাল সাড়ে ৬টায় কোতোয়ালি থানাধীন টমছম ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. রবিউল আলমের (৩৫) বাড়ি জেলার কোতোয়ালি থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

পুলিশ সুপার জানান, শনিবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে কোতোয়ালি থানাধীন শাহপুর থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন ভুক্তভোগী ফখরুল হাসান (২৮)।

সংবাদ সম্মেলনে কথা বলছেন কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।