পুলিশি হেফাজতে দুই আসামি এবং উদ্ধার হওয়া শিশু। ছবি : বাংলাদেশ পুলিশ

অপহরণের ৭২ ঘণ্টার মধ্যে কাজী আমির হামজা (৫) নামের এক শিশুকে উদ্ধার করেছে বুড়িচং থানা-পুলিশ। এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) গাজীপুর চৌরাস্তা ও ঢাকার সাভার থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকার মো. মামুন মণ্ডল (২১) এবং টাঙ্গাইলের নাগরপুর থানা এলাকার মো. সোহেল (২৪)।

বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) রাজীব চৌধুরী জানান, ১৫ জুলাই শিশুটিকে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর মা। পরের দিন ১৬ জুলাই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে শিশুটিকে অপহরণের কথা জানান এবং ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে বিষয়টি পুলিশকে জানান শিশুটির মা।

তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় গাজীপুর চৌরাস্তা থেকে আসামি মামুনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেল থেকে আসামি সোহেলকে গ্রেপ্তার এবং অপহৃত শিশু হামজাকে উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।