পুলিশি হেফাজতে জব্দ করা শাড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

আমদানি শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ৭১৪টি ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ আগস্ট) জেলার কোতোয়ালি থানাধীন মনোহরপুর-সংলগ্ন কান্দিরপাড়-রাজগঞ্জ সড়ক থেকে এসব শাড়ি ও মাইক্রোবাস জব্দ করা হয়।

ডিবির উপপরিদর্শক (এসআই) মো. এনায়েত উল্লাহ জানান, নিয়মিত দায়িত্ব পালনের সময় ঘটনাস্থলে একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু গাড়ি রেখেই পালিয়ে যান চালক ও তাঁর সহযোগী। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৭১৪টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।