কুতুবপুর নৌ পুলিশের উদ্ধার করা অবৈধ জাল। ছবি: বাংলাদেশ পুলিশ।

ঢাকার দোহার থানার কুতুবপুর নৌ পুলিশের জাটকা নিধনবিরোধী অভিযানে দেড় লক্ষ মিটার কারেন্ট জালসহ ১১ জন আটক হয়েছেন।

কুতুবপুর নৌ ফাঁড়ির একটি টিম ৩ এপ্রিল এ ফাঁড়ির আওতাধীন পদ্মা নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে, যার আনুমানিক মূল্য ৪৫ লক্ষ টাকা।

এ ছাড়া নৌ পুলিশের টিম ৫ কেজি জাটকা জব্দ করে, যার আনুমানিক মূল্য আড়াই হাজার টাকা।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।
উদ্ধার করা জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে অসহায়দের মাঝে বন্টন এবং অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।