নাগেশ্বরী থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ মে) সকাল থেকে শনিবার (১৩ মে) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ।

কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত ৮ জন, নিয়মিত মামলায় ১১ জন, ১৫১ ধারায় একজনসহ মোট ২১ জন আসামিকে গ্রেপ্তার করে।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।