কুড়িগ্রামে ডিবির অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। উলিপুর থানা এলাকায় ২৯ আগস্ট (মঙ্গলবার) রাতে অভিযানটি পরিচালিত হয়। একই দিন রৌমারীতে পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামির নাম মো. আব্দুস সালাম (৪৫)। তাঁর কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ আগস্ট রাত ১০টার দিকে উলিপুর থানার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে। একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রৌমারী থানা-পুলিশ রৌমারী সদর ইউনিয়নের চর ফুলবাড়ী গ্রামের চর ফুলবাড়ী ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।