কুড়িগ্রাম জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। ছবি: পুলিশ নিউজ

কুড়িগ্রাম জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার বেলা ১১টার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান সদস্যরা। সেই সঙ্গে আগামীতে নান্দনিক কুড়িগ্রাম গড়তেও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল-আসাদ মো. মাহফুজুল ইসলাম, বিজিবি-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুল মোত্তাকিম, এসপিপি, পিএসজি, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মির্জা মো. নাসির উদ্দীন, উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোসহ অনেকে।

আইনশৃঙ্খলা কমিটির সভায় সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই রোধ, মাদক চোরাচালান রোধ, ফুটপাত দখল, শহরের যানজট, শহরের পরিচ্ছন্নতা, দ্রব্যমূল্যর বাজার নিয়ন্ত্রণসহ সরকারের ইতিবাচক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কুড়িগ্রামে চলমান উন্নয়নসহ আগামীর অপার সম্ভবনার নানা উন্নয়নমুখী পুলিশিং ও প্রকল্প নিয়েও সভায় সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।