কুড়িগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভায় উপস্থিত অতিথিবৃন্দ। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ এপ্রিল) দুপুরে হাসপাতালের শহীদ ডা. মিলন সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য মো. পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন মো. মঞ্জুর-ই মোর্শেদ, পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ২৫০ শয্যাবিশিষ্ট নবনির্মিত ভবনে সেবা কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি, ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টারের অবকাঠামো অনুমোদন, নতুন কনফারেন্স রুমের অনুমোদন, হাসপাতালের সামনে সাইকেল গ্যারেজ নির্মাণ, পর্যাপ্ত জনবল নিয়োগ, রোগীর জন্য অ্যাম্বুলেন্স বাড়ানো নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া হাসপাতালের নিরাপত্তার স্বার্থে পুলিশ বক্স স্থাপন ও সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়।

হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানান পুলিশ সুপার।