কুড়িগ্রামে রৌমারী থানা-পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামের রৌমারী থানা-পুলিশ অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রৌমারী থানা এলাকায় ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার দুই আসামির নাম মো. জাহার আলী ফকির (৪২) ও মোছা. রাশেদা বেগম (৩৫)।

জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা-পুলিশের একটি দল ৮ ডিসেম্বর রাত পৌনে ১১টার দিকে থানার রৌমারী ইউনিয়নের রতনপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা কেনাবেচার সময় জাহার আলী ও রাশেদাকে গ্রেপ্তার করেছে। পরে রাশেদার বাড়ির রান্নাঘরের চুলার ভেতর বিশেষ কায়দায় লুকানো পাঁচটি পলিথিন ব্যাগের ভেতরে ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অপর মাদক কারবারি জাহার আলীর শরীরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ৩৫টি প্যাকেটে ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার দুই মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে রৌমারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।