কুড়িগ্রামের উলিপুর থানা-পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, অর্থসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে। কুড়িগ্রামের উলিপুর থানা এলাকা থেকে ২ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের নাম দিলীপ চন্দ্র বর্মণ (৩৮), অলক চন্দ্র বর্মণ (৪৫), সুমন চন্দ্র বর্মণ (৩০), মো. আনিসুর রহমান (৩৫), ক্লিনটন বর্মণ (৩০), বিষ্ণু চন্দ্র বর্মণ (৪৮), মো. মতিয়ার রহমান (৬৫), অশোক কুমার (৫২), সুমন চন্দ্র (৩৫), সুভাস চন্দ্র (৫৮), মোনাই চন্দ্র বর্মণ (৫০) ও সুভাস চন্দ্র বর্মণ (৫৫)।

জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানা-পুলিশের একটি দল ২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার রাজারামক্ষেত্রী গ্রামে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম, অর্থসহ ওই ১২ জনকে গ্রেপ্তার করেছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, ‘কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়াবিরোধী অভিযান পরিচালনা করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা সবার সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।’