রাজধানীর শাহ আলী এলাকা থেকে ভুয়া পুলিশ পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দিতেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হাসান সিকদার। এ সময় তাঁর হেফাজত থেকে পুলিশ পরিচয়দানকারী একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।

শাহ আলী থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত মাসিক পঞ্চাশ হাজার টাকা চুক্তিতে জনৈক এক ব্যক্তির কাছ থেকে একটি প্রাইভেট কার ভাড়া নেয়। ওই ব্যক্তি তাঁকে চার মাসের বকেয়া গাড়ি ভাড়া পরিশোধ করতে বলে। এরপর গ্রেপ্তার ব্যক্তি নিজেকে পুলিশের উপপরিদর্শক পরিচয় দেয় এবং পুলিশের আইডি কার্ড প্রদর্শন করে। পরে গতকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে শাহ আলী থানার ঢাকা কমার্স কলেজের বিজ্ঞান ভবনের সামনে রাস্তার ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করে শাহ আলী থানা-পুলিশ।

অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা করা হয়েছে।