কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিদের একজন। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে জেলা পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করেছে। জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয় বলে ২৫ জুলাই জানিয়েছে জেলা পুলিশ

জেলা পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত দুজন (কুড়িগ্রাম থেকে একজন, রাজীবপুর থেকে একজন), সিআর পরোয়ানাভুক্ত তিনজন (রাজারহাট থেকে একজন ও রৌমারী থেকে দুজন), নিয়মিত মামলায় নয়জন (কুড়িগ্রাম থেকে একজন, উলিপুর থেকে চারজন ও নাগেশ্বরী থেকে চারজন), আগের মামলায় দুজনসহ (ভূরুঙ্গামারী) ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যে-ই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।