ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি-সংগৃহীত

কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

ডিবি পুলিশের একটি চৌকস টিম ২৩ মে বিকেলের দিকে নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা (নাখরাজ) এলাকার মাদক কারবারি মো. হাসানুজ্জামানকে (৪৫) তাঁর নিজ বাড়ির খাটের নিচে বিশেষ কায়দায় লুকানো ১৫০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সূত্র: নতুন সময়।