কুড়িগ্রামে সোমবার ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: কুড়িগ্রাম জেলা পুলিশ

আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। সারা দেশের মতো যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে পালিত হয়েছে এই দিবস।

‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, সিভিল সার্জন মো. মঞ্জুর-এ- মুর্শেদ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন, আজকের কুড়িগ্রামের সম্পাদক সানালাল বকসী, বীর প্রতীক মো. আবদুল হাই সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল বাতেন, মুক্তিযোদ্ধা মো. হারুনুর রশীদ লাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদ হাসান লোবান প্রমুখ। মুখ্য আলোচক ছিলেন পি পি এস এম আব্রাহাম লিংকন।

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। ছবি: কুড়িগ্রাম জেলা পুলিশ

ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনায় পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম তিনটি নিগূঢ় সারাংশের কথা বলেন: নেতৃত্বের প্রতি অবিচল আস্থা; যুদ্ধে সাংবিধানিক বৈধতা; অনৈতিক, অবৈধ, বর্বর সামরিক শক্তির বিরুদ্ধে গণমানুষের রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা। তিনি বলেন, ‘আগামীতে যেকোনো সংশয়-সংকটে ঐতিহাসিক মুজিবনগর সরকার ও দিবসের এই নিগূঢ় অন্তর্নিহিত তাৎপর্য অব্যাহত রাখার বিষয়ে সবাইকে আরও বেগবান হয়ে সম্মিলিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নিতে হবে জাতির পিতার এই প্রিয় বাংলাদেশকে।’