কুড়িগ্রামে উগ্রবাদবিরোধী সেমিনারের চতুর্থ দিনে বক্তব্য দেন এসপি আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। ছবি: পুলিশ নিউজ

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উদ্যোগে উগ্রবাদ, সন্ত্রাসবাদবিরোধী ৫ দিনব্যাপী সেমিনারের চতুর্থ দিন শেষ হয়েছে।

কুড়িগ্রাম জেলার শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে রোববার পাঁচ দিনব্যাপী সেমিনার শুরু হয়।

বুধবার চতুর্থ দিনে কুড়িগ্রাম জেলার মসজিদগুলোর ইমাম বা খতিব, মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের করণীয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

চতুর্থ দিনের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মারুফ রায়হান ও কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নূর বখত।

সেমিনারের সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।