ঈদে সড়কসহ বিভিন্ন স্থানে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কুড়িগ্রাম জেলা পুলিশ। কোলাজ: পুলিশ নিউজ

কুড়িগ্রামে ঈদকেন্দ্রিক দুর্ঘটনা এড়াতে অর্ধশতাধিক সাউন্ড সিস্টেমসহ খোলা পিকআপ ভ্যান আটকের পাশাপাশি অর্ধশতাধিক বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।

পবিত্র ঈদুল ফিতরের ১০ দিন আগে থেকে পুরো জেলায় সচেতনতামূলক মাইকিংয়ের মাধ্যমে জেলাবাসীকে সচেতন করে পুলিশ। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ফেসবুকের মাধ্যমেও সচেতন করা হয়।

এ ছাড়াও কুড়িগ্রাম জেলার ব্যবসায়ী/মার্কেট কমিটি, পরিবহন মালিক/শ্রমিক নেতা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান/ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কার্যক্রম নেয় কুড়িগ্রাম জেলা পুলিশ।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘আমরা বিভিন্নভাবে কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের সচেতন করার চেষ্টা করছি এবং এই ধারাবাহিকতা ভবিষ্যতে চলমান থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।’