উদ্ধার করা পাঁচ বস্তা অবৈধ কারেন্ট জাল। ছবি: বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রামে পুলিশ, প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থ জরিমানা করা হয়েছে।

জানা গেছে, ডিবি কুড়িগ্রামের একটি টিম আজ ২২ জুন বেলা দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে কুড়িগ্রাম আসার পথে অপরূপা বাস তল্লাশি করে ৫টি বস্তায় মোট ২৫টি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। এ সময় জাল বহনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মুকুল মিয়া। তাঁর বাড়ি কুড়িগ্রাম সদর থানার যাত্রাপুর নয়ানীপাড়ায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার মুকুল মিয়াকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় ২ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ধ্বংস করা কারেন্ট জালের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, জেলা পুলিশের কাছে গোপন তথ্য ছিল যে সিরাজগঞ্জ থেকে কুড়িগ্রামে অবৈধ কারেন্ট জাল আসছে। এরই ধারাবাহিকতায় আজ পুলিশ, প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে ১ জনকে সাজা দেওয়া হলো।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মৎস্য অধিদপ্তর কুড়িগ্রামে সরকারের গৃহীত নাগরিক সেবাসমূহ তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।