কিশোরগঞ্জ সিআইডির হেফাজতে গ্রেপ্তার তিনজনের মধ্যে ২ ব্যক্তি। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ সদর উপজেলার একটি চক্ষু হাসপাতাল থেকে চুরি হওয়া প্রায় কোটি টাকার চিকিৎসা উপকরণসহ রোববার (৩০ জুলাই) তিন চোরকে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার (৩১ জুলাই) এসব তথ্য জানান কিশোরগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ। খবর ডেইলি বাংলাদেশের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার মিরপুরের বাসিন্দা আ. গফুরের ছেলে আরিফুর রহমান রাব্বি, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আ. রশিদের ছেলে রবিউল ইসলাম নবী ও সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার আহাম্মেদ আলীর ছেলে এফ এম রেজাউল করিম।

সিআইডি সূত্র জানায়, ১২ মে রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ চক্ষু হাসপাতাল থেকে চক্ষু পরীক্ষার মেশিন, কম্পিউটার ও সিসি ক্যামেরা, লেজার মেশিন, ভি স্ক্যান মেশিন, ওসিটি মেশিন ও স্লিপ ল্যাম্পসহ প্রায় ১ কোটি টাকার মালামাল চুরি হয়।

পরদিন চক্ষু হাসপাতালের প্রশাসক মাহসুরা খন্দকার কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। সম্প্রতি মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হলে গত রোববার ঢাকার পশ্চিম আগারগাঁও কমিশনার গলি থেকে চুরি হওয়া মালপত্রসহ ৩ চোরকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে সিআইডি।