কিশোরগঞ্জ ডিবি পুলিশের হেফাজতে ২ মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জ ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) রাতে ভৈরব উপজেলার জগন্নাথপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন ভৈরব উপজেলার কালিপুর মধ্যপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে মহিউদ্দিন (২৫) এবং একই উপজেলার পঞ্চবটী নতুন রাস্তা এলাকার মৃত মতি মিয়ার ছেলে মো. সুমন (৪০)।

জানা যায়, মঙ্গলবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ভৈররের জগন্নাথপুর দক্ষিণপাড়া এলাকায় মাদক বিক্রি করার সময় মহিউদ্দিন ও সুমনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেলা ডিবির মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় এসআই (নিরস্ত্র) জামিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা পরস্পর যোগসাজশে বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে ভৈরব থানা ও আশপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন।