পুলিশি হেফাজতে এক আসামি এবং জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জের কটিয়াদী ও ভৈরব থানা-পুলিশের পৃথক অভিযানে ৭ কেজি গাঁজা, ৮০০টি ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সংশ্লিষ্ট থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়া জানান, বুধবার বিকেলে কটিয়াদী থানাধীন কটিয়াদী স্বনির্ভর বাজার এলাকা থেকে আসামি মো. মাহাবুবকে (২০) ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। আসামির বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ভৈরব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাছির উদ্দিন জানান, বুধবার দুপুরে ভৈরব থানাধীন আমলাপাড়ার একটি বাড়ি থেকে ৮০০টি ইয়াবা বড়িসহ আসামি রোয়ানা রহমান (৫২) ও আসিফ আব্দুল্লাহ রাকিবকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।