সাটুরিয়া থানা। ফাইল ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভাইয়ের জমিতে অন্য ভাই ভবন নির্মাণকাজ করছিলেন। ভুক্তভোগী হাবিবুল হক এ নিয়ে আদালতের দ্বারস্থ হন। আদালত দুই দফা নিষেধাজ্ঞা দিলেও ওই জমিতে ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন সেজ ভাই এমদাদুল হক বাবুল। পরে আদালতের নির্দেশে ওই ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে সাটুরিয়া থানা-পুলিশ।

জানা গেছে, সাটুরিয়া বাজার এলাকার মরহুম আব্দুর রহমান বেঁচে থাকতে ছেলে হাবিবুল হককে অংশীদারের তুলনায় একটু বেশি পরিমাণ জমি লিখে দেন। এ বিষয়টি সহজে মেনে নিতে পারেননি তাঁরই সেজ ভাই এমদাদুল হক বাবুল।

এ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পরে মানিকগঞ্জ আদালতে মামলা করেন ভুক্তভোগী হাবিবুল হক। আদালত পরপর দুই দফা নিষেধাজ্ঞা দিলেও ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন তাঁর ভাই এমদাদুল হক বাবুল।

হাবিবুল হক জানান, তাঁর ভাইয়েরা দীর্ঘদিন ধরে তাঁকে মামলা, হামলা, হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। পরে আদালতের নির্দেশে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস নির্মাণকাজ বন্ধ করে দেন।