কিশোরগঞ্জে ডিবির অভিযানে গ্রেপ্তার আসামিদের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, চোরাই মোটরসাইকেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। ১৯ ডিসেম্বর (সোমবার) বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামিদের নাম আব্দুল্লাহ (১৯), বিজয় (১৯), আ. সামাদ (২৫), মো. আক্কাস (৪৫), মো. মামুন (৩০) ও তোফায়েল (২০)। তাঁদের কাছ থেকে ৪০০টি ইয়াবা ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

কিশোরগঞ্জে ডিবির অভিযানে গ্রেপ্তার আসামিদের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ১৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কটিয়াদী থানার লোহাজুরি ইউনিয়নের দশপাখি এলাকায় অভিযান চালিয়ে ৩০০টি ইয়াবাসহ আব্দুল্লাহ, বিজয় ও সামাদকে গ্রেপ্তার করেছে।

ডিবির আরেকটি দল গোপন সংবাদের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ১০টার দিকে কটিয়াদী থানার আতরতোপা এলাকায় অভিযান চালিয়ে ১০০টি ইয়াবাসহ আক্কাস ও মামুনকে গ্রেপ্তার করেছে।

এদিকে ১৯ ডিসেম্বর রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির আরেকটি দল কটিয়াদী থানার আতরতোপা এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ তোফায়েলকে গ্রেপ্তার করেছে।

কিশোরগঞ্জে ডিবির অভিযানে গ্রেপ্তার আসামিদের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

এসব ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।