কিশোরগঞ্জে পুলিশের অভিযানে গেপ্তার ডাকাত দলের সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের অভিযানে চার ডাকাত গ্রেপ্তার হয়েছে। নিকলী থানা এলাকা থেকে ২১ জুন (বুধবার) ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের নাম রেদুয়ান (২২), আবুল হোসেন ওরফে মকবুল হোসেন (২৩), তরিকুল ওরফে আরিফুল ওরফে মো. ফরহাদ মিয়া (২২) ও আবু বক্কর (২০)।

জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানা-পুলিশের একটি দল ২১ জুন ভোর পৌনে ৬টার দিকে নিকলী থানার সিংপুর বাজারসংলগ্ন ধনু নদীর হেমচর মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি রামদা, দুটি চায়নিজ কুড়াল, একটি কাঁচি, একটি ছুরি এবং ডাকাতি কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত কোষা নৌকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে নিকলী থানায় মামলা হয়েছে।