বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিউবার ঐতিহাসিক পাঁচ তারকা হোটেল সারাতোগা। ছবি : সংগৃহীত

কিউবার পাঁচ তারকা হোটেল সারাতোগায় শুক্রবার (৬ মে) ভয়াবহ বিস্ফোরণ হয়েছে।

বিস্ফোরণে ২২ জন নিহত ও ৭০ জনের বেশি আহত হয়েছেন। খবর দ্য ডেইলি স্টারের।

দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেন, বিস্ফোরণটি গ্যাস লিকেজের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি কোনো বোমা হামলার ঘটনা নয়।

কিউবার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের সময় হোটেল-সংলগ্ন একটি স্কুলে তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। বিস্ফোরণে ১৫ জন শিশুর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিস্ফোরণে আহত এক শিশু নিহত হয়েছে।