ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রাশিয়াপন্থী শীর্ষ এক কর্মকর্তা নিহত হয়েছেন।

রাশিয়ার বাহিনী এই অঞ্চল দখল করে নেওয়ার পর তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষ ত্যাগ করে মস্কোর বশ্যতা স্বীকার করেন। খবর বাসসের।

সোমবার রাশিয়ার তদন্ত কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর বাসসের।

টেলিগ্রামে তাঁরা বলেন, ‘খেরসন অঞ্চলের সামরিক ও বেসামরিক প্রশাসনের উপপ্রধান আলেক্সি কোভেলাভ বুলেটের আঘাতে নিহত হন।’

তদন্ত কর্মকর্তারা জানান, রোববার তাঁর বাড়িতে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। তাঁর সঙ্গে বসবাস করা এক নারীও এ হামলার শিকার হন।