পুলিশি হেফাজতে অবৈধ জাল। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশালের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ২৩ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল, ৬০ কেজি জাটকা ও আটটি নৌকা জব্দ করেছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নৌ পুলিশ জানায়, মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে এসব জাল, মাছ ও নৌকা জব্দ করা হয়।

জব্দ করা জালের আনুমানিক দাম ৬ কোটি ৯৬ লাখ টাকা এবং মাছের দাম ১৮ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

এ ছাড়া অভিযানে আটক একজনের বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ থানায় মামলা করা হয়েছে এবং অপ্রাপ্তবয়স্ক পাঁচজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।