নিহত শিক্ষার্থী মাইশা মমতাজ মিম। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মিম নিহত হয়েছেন।

শুক্রবার (১ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান এ কথা জানিয়েছেন। খবর সমকালের।

খবরে বলা হয়, মাইশা মমতাজ মিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। তাঁর বাবা গাজীপুরের মৌচাক আইডিয়াল পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নূর মোহাম্মদ মামুন। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক গ্রামে তাঁর বাড়ি।

এর আগে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে ৯৯৯ নম্বরে তাঁরা একটি কল পান। সেই কলে বলা হয়, ‘একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারের ৩০০ ফিটের দিকে নামার পথে পড়ে আছেন। তাঁর পাশে একটি স্কুটি পড়ে আছে।’

ওসি বলেন, এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে মাইশাকে সেখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সে সময় ওসি আরও বলেছিলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে, একটি কাভার্ড ভ্যান মাইশার পাশ দিয়ে চলে যাচ্ছে। ওই কাভার্ড ভ্যানের ধাক্কা বা চাপায় মাইশা নিহত হয়েছেন কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।