মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাসস

কাতার ইকোনমিক ফোরামের (কিউইএফ) উদ্বোধনী অধিবেশনে মঙ্গলবার (২৩ মে) সকালে যোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফোরামটি মঙ্গলবার (২৩ মে) থেকে শুরু হয়ে ২৫ মে পর্যন্ত লুসাইল শহরের ফেয়ারমন্ট ও র‍্যাফেলস হোটেলে অনুষ্ঠিত হবে। খবর বাসসের।

সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ‘তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরাম : নতুন বৈশ্বিক প্রবৃদ্ধির গল্প’ শীর্ষক ফোরামে যোগ দেবেন।

সফরকালে দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন তিনি। এ ছাড়া কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহের সঙ্গে পৃথক বৈঠক করবেন।

বুধবার (২৪ মে) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির (আমিরি দিওয়ানে) সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। এরপর আওসাজ একাডেমি (একটি বিশেষায়িত স্কুল) পরিদর্শন করবেন তিনি।

আগামী বৃহস্পতিবার (২৫ মে) সকালে দেশে ফেরার কথা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর।