কবি ও সাবেদ সংসদ সদস্য কাজী রোজী

একুশে পদকপ্রাপ্ত কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজী (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৯ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।

কাজী রোজী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করে কাজী রোজীর মেয়ে সুমী সিকান্দার বলেন, তাঁর মাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

কাজী রোজীর মৃত্যুতে এক শোকবার্তায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কবিতার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারে কাজী রোজীর সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।