গ্রেপ্তার মাদক কারবাবি ও জব্দকৃত অটোচার্জার। ছবি : রংপুর জেলা প্রতিনিধি

রংপুর জেলার কাউনিয়া উপজেলায় গাঁজা, অটোচার্জারসহ এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১০ জানুয়ারি) বেলা ১টা ১৫ মিনিটে কাউনিয়ার নিজপাড়া মৌজাতে অবস্থিত সুকারু দাসের মোটর গ্যারেজের সামনে থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি অটোচার্জারের চালকের আসনের নিচে বক্সে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ছাড়া সেই অটোচার্জার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, লালমনিরহাট জেলা থেকে একজন মাদক কারবারি (অটোচালক) অটোচার্জারে করে গাঁজা পরিবহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।

অভিযানে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মো. ফারুক আহম্মেদ ওরফে খোকন (৩৬)। তিনি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার তিস্তা (আফজাল নগর) গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, আসামি দীর্ঘদিন ধরে অটোচার্জার ব‍্যবহার করে লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় পরিবহন ও বিক্রি করতেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।