ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ কাঁচপুর ব্রিজে ব্যাটারিচালিত অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ ৫ জন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢালে শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর বাসসের।

দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন যাত্রী, চালকসহ বাকি ৪ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। এ ছাড়া এ দুর্ঘটনায় আরও ৫ জন আহত হন।

আহতদেরকে মদনপুরের আল-বারাকা ও সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন অটোচালক আবু হানিফ (২৫), যাত্রী মামুন (২৫), নুরুদ্দিন (৪৫) ও  জামাল মিয়া (৪২)। আরেক জনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স অনুমানিক ৩৫ বছর।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৮ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর ব্রিজে উল্টো পথে যাচ্ছিল অটোরিকশাটি। হঠাৎ ঢাকাগামী একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোতে থাকা একজন ঘটনাস্থলে নিহত হন। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা গুরুতর আহত অবস্থায় ৪ জনকে ঢামেকে নিয়ে আসেন। তাঁদেরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।