ফেনী রেলস্টেশনে মো. লিয়াকত আলী (৫১) নামের রেলওয়ে পুলিশের (জিআরপি) এক কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা। এ ঘটনায় রামদা, বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। খবর জাগো নিউজের।

গতকাল শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। আহত লিয়াকত আলী জিআরপি ফেনী রেলস্টেশন ক্যাম্পের দায়িত্বরত কনস্টেবল।

পুলিশ জানায়, মাদক চালানের গোপন খবরের ভিত্তিতে শনিবার দুপুরে রেল পুলিশের একটি দল রেলস্টেশনে অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা করে। পুলিশ সদস্য লিয়াকত আলীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাঁকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

লাকসাম জিআরপি থানার পরিদর্শক জসিম উদ্দীন জানান, ঘটনার পর যৌথ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় পুলিশের ওপর হামলায় ব্যবহৃত রামদাটি উদ্ধার হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।