ছবি : সংগৃহীত

কলম্বিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক চোরাকারবারি ও সবচেয়ে বড় অপরাধী চক্রের নেতা দাইরো আন্তোনিও উসুগাকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। খবর দ্য ডেইলি স্টারের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, অ্যাতোনিয়েল নামে পরিচিত এই মাদকসম্রাটকে গতকাল শনিবার (২৩ অক্টোবর) গ্রেপ্তার করা হয়।

দাইরো আন্তোনিও উসুগাকে গ্রেপ্তার করায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ইভান ডিউক। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই শতাব্দীতে আমাদের দেশে মাদক পাচারের বিরুদ্ধে এটি সবচেয়ে বড় জয়। একে ১৯৯০ এর দশকে পাবলো এসকোবারের পতনের সঙ্গে তুলনা করা যায়।’

এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, তাঁর সরকার যুক্তরাষ্ট্রে অ্যাতোনিয়েলকে আটকের জন্য কাজ করছে।

প্রসঙ্গত, মাদক পাচারের অভিযোগে ২০০৯ সালে ম্যানহাটানের ফেডারেল আদালতে তাঁকে প্রথমবারের মতো অভিযুক্ত করা হয়েছিল।