দেশে করোনা সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই নির্দেশনায় বলা হয়েছে, ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে।

করোনার কারণে ১৮মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবার বন্ধ ঘোষণা করা হলো। খবর প্রথম আলোর।

এদিকে আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়েছে। দুই সপ্তাহ পর করোনা সংক্রমণের পরিস্থিতি বুঝে আবার নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল আটটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা) করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৮৮৮তে পৌঁছেছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৬ ছাড়িয়ে গেছে। এক দিনের ব্যবধানে নতুন রোগী বেড়েছে ১ হাজার ৩৮৫ জন। ২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৮০ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন।

করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।