করোনাভাইরাস I প্রতীকী ছবি

করোনাভাইরাসের নতুন দুটি চিকিৎসাপদ্ধতির অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর এএফপির।

ব্রিটিশ মেডিকেল জার্নালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলেছেন, করোনায় গুরুতর অসুস্থ রোগীদের কর্টিকসটারয়েডস নামের একটি ওষুধের সঙ্গে আর্থ্রাইটিসের ওষুধ বারিসিটিনিব প্রয়োগ করলে ভেন্টিলেশনে নেওয়ার ঝুঁকি কমে যায়। যাঁরা বয়স্ক, রোগ প্রতিরোধক্ষমতা কম কিংবা ডায়াবেটিসের মতো কোনো রোগে আক্রান্ত, তাঁদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমাতে বিশেষজ্ঞরা সিনথেটিক অ্যান্টিবডি চিকিৎসাপদ্ধতি সট্রোভিম্যাবের সুপারিশ করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অমিক্রনের মতো করোনার নতুন ধরনের বিরুদ্ধে এই চিকিৎসাপদ্ধতি কতটা কার্যকর, তা এখনো অনিশ্চিত।

এর আগে গত বছর করোনাভাইরাসের আরও তিনটি চিকিৎসাপদ্ধতি অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এগুলো হলো করোনা সংক্রমিত গুরুতর অসুস্থ ব্যক্তিদের কর্টিকসটারয়েডস প্রয়োগ, আর্থ্রাইটিসের ওষুধ টসিলিজুম্যাব ও সারিলুম্যাব প্রয়োগ এবং সিনথেটিক অ্যান্টিবডি চিকিৎসাপদ্ধতি রেজেনিরন।