করোনাভাইরাস I প্রতীকী ছবি

ভারতে ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে ১৪ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত এক দিনে আরও ২ লাখ ৬৪ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। আগের দিনের চেয়ে শনাক্তের হার ৬ দশমিক ৭ শতাংশ বেশি। আগের দিন ভারতে শনাক্ত হয়েছিল ২ লাখ ৪৭ হাজারের বেশি রোগী। খবর এনডিটিভির।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মে মাসের পর এখন পর্যন্ত বৃহস্পতিবারই এক দিনে সর্বোচ্চসংখ্যক রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৩১৫ জন মারা গেছেন।

ভারতে সব মিলিয়ে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ৩ কোটি ৬৩ লাখের বেশি। এর মধ্যে অমিক্রন শনাক্ত হয়েছে ৫ হাজার ৭৫৩ জনের। গতকাল মারা যাওয়া ৩১৫ জনসহ দেশটিতে করোনায় মোট মৃত্যু ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জন হয়েছে।