কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আরপিএমপি। ছবি: আরপিএমপি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা ওড়ানোর মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদ্‌যাপন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

সোমবার সকাল ১০টার দিকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন আরপিএমপি কমিশনার এবং রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, উপকমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক, উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপকমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, উপকমিশনার (ইঅ্যান্ডডি) আবু সাইম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ অনেকে।

কমিউনিটি পুলিশিং ডের উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি বঙ্গবন্ধু ম্যুরাল থেকে শুরু হয়ে রংপুর টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। এরপর কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে রংপুর টাউন হল অডিটরিয়ামে একটি আলোচনা সভা ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।