পাবনায় কনস্টেবলদের সঙ্গে হাত মিলিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)। ছবি: বাংলাদেশ পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গিয়েছিল পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে। দলটিতে ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)। তিনিসহ দলটির সদস্যরা প্রকল্প কাজের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে অংশ নেন বৈঠকে।

সেই বৈঠক শেষে অন্যদের সঙ্গে ঢাকায় ফিরছিলেন পুলিশের প্রধান। পথে প্রথমে তিনি বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করলেন। এরপর এগিয়ে গেলেন নবীন তিন পুলিশ কনস্টেবলের দিকে। তাঁদের সঙ্গে কথা বললেন; করলেন করোনাকালীন করমর্দন।

বাহিনীর প্রধানের সঙ্গে কনস্টেবলদের ভেদাভেদহীন কুশল বিনিময়ের বিরল এ মুহূর্তটি ক্যামেরাবন্দি করলেন পাবনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম। দুটি ছবি তিনি পোস্ট করলেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। এর পরপরই ভাইরাল হয়ে গেল ছবিগুলো।

ছবিগুলোর ক্যাপশনে এসপি মহিবুল লেখেন, ‘বাহিনীপ্রধান যখন সর্বকনিষ্ঠ সদস্যের সাথে এভাবে বিদায় নেন, নিশ্চয়ই তার জন্য তা অনেক আবেগ ও গর্বের মুহূর্ত তৈরি করে। মান্যবর আইজিপি স্যার গতকাল (মঙ্গলবার) পাবনার ঈশ্বরদীতে এক সংক্ষিপ্ত সরকারি সফরে আসেন। বিদায় মুহূর্তে ডিআইজি স্যার থেকে শুরু করে উপস্থিত পুলিশ পরিদর্শক সবার সঙ্গে কোভিডকালীন করমর্দন করলেন।’

তিনি আরও লেখেন, “সবার পালা শেষ করে স্যার ডিউটিরত কনস্টেবলদের কাছে এগিয়ে গেলেন। ওদের চোখেমুখে আমি বিস্মিত ও আনন্দিত হওয়ার মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করলাম। একজন সাহস করে বলে ফেলল, ‘খুব ভালো লাগল স্যার।’ স্যালুট টু আইজিপি স্যার। আপনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাব আমরা।”

এসপির ওই পোস্টে কমেন্ট করেছেন অনেকে। তাঁরা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আইজিপির ঔদার্যের।

বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও আইজিপির বিনয়ের প্রশংসা করা হয়েছে। বুধবার রাত ১০টা ১০ মিনিটে দেওয়া ওই পোস্টে হ্যাশট্যাগ দিয়ে বলা হয়, ‘#যে_ছবি_বদলে_যাওয়া_বাংলাদেশ_পুলিশের_প্রতিচ্ছবি। নেতৃত্বকে পূর্ণতা দেয় বিনয়। অধস্তনকে আপন করে নেওয়ার মধ্যেই ঊর্ধ্বতনের ঔদার্য প্রকাশ পায়। স্রেফ হাত মেলানোর একটি ছবি। এক পাশে রয়েছেন বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), অন্য পাশে বাংলাদেশ পুলিশের কনস্টেবলবৃন্দ। কোভিড প্রটোকল মেনে হাত মেলাচ্ছেন তাঁরা! স্বয়ং আইজিপি পদমর্যাদায় বাংলাদেশ পুলিশের কনিষ্ঠতম সদস্যের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন!’

এতে আরও বলা হয়, ‘এভাবে হাতে হাত লাগিয়ে (আইজিপি যখন) বিদায় নেন, তখন তা সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে। এই দৃশ্য তখন নেতৃত্ব ও মহত্ত্বের (মাহাত্ম্যের) অসামান্য ছবি হয়ে ওঠে। এটি শুধু একটি ছবি নয়। এটি বাংলাদেশ পুলিশের পরিবর্তনের এক স্মারক; সময়ের সাথে বদলে যাওয়া বাংলাদেশ পুলিশের এক প্রতিচ্ছবি।’