প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। ছবি: পুলিশ নিউজ

গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী জেলার ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে ৬৫ তরুণ-তরুণী নিয়োগ পান।

শনিবার (২৭ নভেম্বর) পুলিশ লাইনস শহীদ কনস্টেবল মনিরুল হক হলে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থী ও তাঁদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে বাংলাদেশ পুলিশ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, (পিপিএম)।

মতবিনিময় সভায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের অভিভাবকেরা। ছবি: পুলিশ নিউজ

মেধা, যোগ্যতা ও সততার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ হওয়ায় নির্বাচিত প্রার্থী ও তাঁদের অভিভাবকেরা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এ সময় কয়েকজন নিয়োগপ্রাপ্ত আবেগপ্রবণ হয়ে পড়েন।
মতবিনিময় সভায় কথা বলছেন টিআরসি পদে নিয়োগপ্রাপ্ত এক নারী। ছবি: পুলিশ নিউজ

নিয়োগপ্রাপ্তদের সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, (পিপিএম)।
মতবিনিময় সভায় কথা বলছেন টিআরসি পদে নিয়োগপ্রাপ্ত এক পুরুষ। ছবি: পুলিশ নিউজ