জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ছবি: সংগৃহীত

সীমান্তে আবার কড়াকড়ি আরোপ করেছে জাপান। যদিও মাত্র কয়েক সপ্তাহ আগে দেশটি সীমান্তে কড়াকড়ি শিথিল করেছিল।

এ ছাড়া দেশটি বিদেশি সব ভ্রমণকারীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। খবর বাসসের।

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় পূর্ব এশিয়ার দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সোমবার এক ঘোষণায় এসব কথা জানান।
কিশিদা সাংবাদিকদের আরও বলেন, ‘আমরা জাপানে সব বিদেশির প্রবেশ নিষিদ্ধ করছি। ৩০ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।’